তুমি কেন আমার সাথে বেদনারি সাহী হয়ে
আকাশে মিটি মিট্ জ্বলৃছো,
নাকি প্রিয়ার কথায় আমার সথেও সেদিন
তুমিও ব্যাথা পেয়োছো ।
জোছনার আলো ছায়ায় প্রিয়ার কথা যখন মনে পড়ে
বারি ধারার বৃষ্টি কেন তখন আসে নয়ন ভরে,
তাও কি তুমি বেদনার সাথী হয়ে
আজি আমার কছে এসেছো।
সকল কথার মাঝে স্মৃতি যে লুকিয়ে থাকে
বকেুলের মালা ঝরে গেলে ও স্মৃতির মালা ঝরে যায় না,
তবুও কি তুমি আমার বেদনার সুর হয়ে
আমার মনের মাঝে ছবি আঁকবে।