বেহেস্ত থেকে কে এলোরে
দুনিয়ায় শান্তিতে ভরে দিতে,
স ভাই বলে নবী মোহাম্মদ
আমি বলি নবী দের সর্দার
আ মারি নবী মোহাম্মদ রাসুল।
কেমন করে কেটে গেলো
অন্ধকার যুগের সেই অন্ধকার
স ভাই বলে এমনি এমনি কেটে গেলো,
আমি বলি মোহাম্মদ রক্তের রঞ্জিত
সেই পরি শ্রমের বদৈালতে।
ধরণীতে প্রথম এসে দেখ লো না সে কাকে?
ভাই বলে পিতা গেছে
মাতা তো তার বেঁচে আছে।
আমি বলি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন
তার সঙ্গে আছে।
সন্তান তো তার নাই
বংশ ধরে রাখবে কি করে?
আমি বলি উন্মতি মোহাম্মদ রাখবে ধরে
যত দির তারা থাকবে বেঁচে।