কি বাত্তি লাগাইলা
দিবা রাতি জ্বলে
কি আসমান সাজাইলা
ময়লা নাহি পড়ে
প্রভু ময়লা নাহি পড়ে,
কি নদী বানাইলা
চল-চলাইয়া চলে
কেমন তারা সাজাইলা
ঝিকি-মিকি করে
শুধু -ঝিকি মিকি করে,
কেমন মানুষ বানাইলা
স্বাধীন ভাবে চলে
কি মায়া লাগাইলা
মন তোমাকে খোঁজ
প্রভু মন তোমাকে খোঁজে।