রঙ্গের জ্বালায় জ্বললে রে মন
আর তো ভালো লাগে না,
এমন ভাল বাসলে তুমি
নয়নে ঘুম আসে না।
দেহ মনের সর্ব অঙ্গে
মনের সাথে খেলা করে,
কেমনর করে ভবের মেলা
সাঙ্গ হবে জানি না।
মনের বাধন চিন্ন হল
দেহের বাধন টিকে না,
তপ্ত অনলে জ্বলতে থাকে
মনের জ্বালা কমে না।
মনতন্তে বাাধন হলে
প্ঞ্চ ইন্দ্রে দেখা মিলে,
রিপু তন্তু চিন্ন হলে
জ্বলবে আগুন ক্ষনে ক্ষনে।