ক্ষনিকের জন্য ক্ষন জন্মা, হে পিতৃ তুল্য দেবদূত
স্বর্গ হতে মর্তে আসিয়া ভরিয়ে দিলে বাংলার জ্ঞান কোষ
কি সরাব দিলে তুমি, আজি আমি বে হুশ।
স্বর্গ মর্ত ভুবন ও দেখিয়া, পঞ্চ সাজে সাজিয়া নাচিয়া
ত্রিমাত্রিক ধারায় লিখ নও লিখিয়া ভরিয়ে দিলে বাংলার জ্ঞান কোষ
কি সরাব দিলে তুমি, আজি আমি বে হুশ।
বাংলার জ্ঞান ভাণ্ডারে, তোমার বিচরণে
যেন হাজারো শতাব্দীর অন্ধকার গেলো কাটিয়ে
কি সরাব দিলে তুমি, আজি আমি বে হুশ।
তোমার কবিতা পড়ে, চৈতন্য তন্ন বোধ আসে
মুক্ত মনে সাকির শরাব ও পিয়ে
তোমার লেখ নিতে, আজি আমি বে হুশ।
নট রাণীর মত,নাচিয়া উঠে ধমনী
বলি শুনাও আর একটু নজরুল জ্ঞান কোষ
কি সরাব দিলে তুমি, আজি আমি বে হুশ।