যে দিন গেছে চলে
দুঃখকে সাথে করে
তাকে তুমি যাও ভুলে
সুখ আসবে বলে।
যে সময় গেছে চলে
কষ্টকে সাথে করে
তাকে তুমি যাও ভুলে
মনের হাসি দেখবে বলে।
যে জন গেছে চলে
স্বার্থ কে সাথে করে
তাকে তুমি যাও ভুলে
নূতন জীবন গড়বে বলে।
যে মন কথা বলে
তোমাকে দেখলে পরে
তাকে তুমি দিও না ব্যাথা
শান্তি তুমি পাবে তাতে।
যে কথা বলবে বলে
ভাল বেসেছিলে তুমি তারে
সে কথা বলে দিও
সময় সুযোগ আসলে পরে