আকাশ তুমি জান কি
মাটির মানুষ
তোমার নিলি মা কে
কতটুকু ভালোবাসে
বাতাস তুমি জান কি
মাটির মানুষ
তোমার ঘ্যাণ কে
কতটুকু ভালোবাসে
সমুদ্র তুমি জান কি
তোমার ডেঊ
প্রেমিক মনে
কতটুকু দোলা জাগে
পৃথিবী তুমি জান কি
তোমার বুকে
মাটির মানুষ
সারাটি জীবন বেচে থাকতে ইচ্ছা করে