আল্লার নাম বলবে বলে
কথা বলার শক্তি তুমি পেলে
তার করুনায় তোমার এই জীবন
শুনাে আমারি মন।
ইসলমের পথে চলবে বলে
ভালো মন্দ বুঝার ক্ষমতা তুমি পেলে
তার করুনয় তোমার এই জ্ঞান
শুনাে আমারি মন।
আল্লাকে ভয় করবে বলে
আল-কোরান আজ তুমি পেলে
তার করুনায় তোমার এই সুন্দর আমল
শুনাে আমারি মন।