প্রতিবাদ করতে গিয়ে
যখন লাগলো বুকের মাঝে,
ভয় পাশ-নি মা রক্ত দেখে
তোর আরো সন্তান আছে।
সামনে আমার স্বাধীনতা
পুলিশ আছে পিছে,
বুলেট এসে থামবে-রে মা
লাশের সারি দেখে।
কলম হাতে ধরলে-রে মা
অস্ত্র চলে না,
কাপুরুষেরা মরতে পারে
শহীদ মরে নারে মা
শহীদ মরে না।