তাকে সেজদা করে যে মনের স্বাধ মিটে না
সে মন কি প্রবিত্র হয়েছে
মানবতার আশীর্বাদের আলোতে,
প্রবিত্র আত্মার ভালবাসার স্বাদ
কেমন করে ধরে রাখবে তুমি
তোমার কলমের কালিতে,
তোমার লেখার মাঝে
যদি স্থান পেয়ে যায়
সৃষ্টির মহা দৃষ্টি,
তবে ভাল বাসর মহিমায়
মনে হবে উঠেছ তুমি
তোমার জীবনের প্রথম পাতায়।