তোমার নাম লিখতে গিয়ে যদি
কলমের কালি শেষ হয়ে যায়,
আর কোন দিন লিখবো না
তোমার নাম মনে আনবো না
শুধু শুধু নয়নকে কাঁদায়।
মনের বিক্ষিপ্ত ব্যাথা বেদনা
রাত দিন কেঁদে শেষ হবে না,
মনের স্তমিত ক্রোধানলে আমি
জ্বলবা মরে মরে
তোমার নাম মনে আনবো না।
হঠাৎ যদি আবেগে আসিয়া পড়ে
মনের পিঞ্জর বেঙ্গেচুরে,
অস্পষ্ট কালিতে লিখবো আমি
তোমার নাম
নিশিতে প্রদীপটি নিবিয়ে দিয়ে।
লেখা তো তখন আর হবে না
এ-মন কাঁদুক যত অশ্রু ঝরে।