ঐ নয়ন সুন্দর
যে নয়নে চন্দ্র দেখেছে
সূর্য দেখেছে
আর দেখেছে কাবারি ঘর।
ঐ মন সুন্দর
যে মনেতে আল্লা আছে
রাসুল আছে
আর আছে-রে আল-কোরান।
ঐ জীবন সুন্দর
যে জীবনে
ঈমান আছে, সততা আছে
আর আছে-রে ছবর।
ঐ নয়ন সুন্দর
যে নয়নে চন্দ্র দেখেছে
সূর্য দেখেছে
আর দেখেছে কাবারি ঘর।