তোরা দ্বার খুলে দে
বৈশাখ আসছে আজি বাংলার ঘরে ঘরে,
চৈএের পাগলা হাওয়া
র্বষায় স্নান করবিে।
বৈশাখ আসছে বলে
তোরা দ্বার খুলে দে
বৈশাখ আসছে আজি বাংলার ঘরে ঘরে।
কিশরীর স্বপ্ন গুলো
লাল সবুজরে রং ধরছেে,
বৈশাখ আসছে বলে
তোরা দ্বার খুলে দে
বৈশাখ আসছে আজি বাংলার ঘরে ঘরে।
আজকে এই ধরনী
নতুন রূপে রং ধরছেে,
বৈশাখ আসছে বলে
তোরা দ্বার খুলে দে
বৈশাখ আসছে আজি বাংলার ঘরে ঘরে।
জীন্ন পাতা ছন্নি করে
নতুন জীবন গড়বো সবে,
বৈশাখ আসছে বলে
তোরা দ্বার খুলে দে
বৈশাখ আসছে আজি বাংলার ঘরে ঘরে ।