ও মাইয়া তাের রুপের মাঝে
চা৺দ হরিয়ে যায়
তারার কথা আমি
বলবো কেমন করে।
ও মাইয়া তাের নয়ন মাঝে
সাগর হরিয়ে যায়
নদীর কথা আমি
বলবো কেমন করে।
ও মাইয়া তােরে দেখলে পরে
সভ ভুলিয়া যই
মনের কথা তোরে
বলবাে কেমন করে।
ও মাইয়া তাের হাসির মাঝে
মন হরিয়ে যায়
অন্য কথা আমি
বলবো কেমন করে।
ও মাইয়া তাের চুলের মাঝে
মেঘ হরিয়ে যায়
গানে কথা আমি
বলবো কেমন করে।