ভালা না ভালা না
মনটা আমার ভালা না,
সকাল বেলা বলেছিলে বিকেল বেলা আসবে
সন্ধাহয়ে গেলো বন্দু আইলা না।
আমার বন্দুর হাততি ধরে
চাইনিজে যায় প্রতি রাতে
আমাকে সে দেখে ও
আবার দেখে না
ভালবাসর কথ বললেে
এমটি পকেট আমায় বলে
মালপানি ছাড়া নাকি
ভালবাস টিকে না
নিশার ফুলের গন্ধ পাইয়া
আমার মনে দাগ লাগাইয়া
তুমি বন্দু চলে গলে
আর তো ফিরে আইলে না।
ভালা না ভালা না
মনটা আমার ভালা না।