প্রকৃতির পাখা
বেশ সুন্দর, তাই না
সুবিশাল আকাশ
মন মুগ্ধকর পরিবেশ
নির্মল বাতাস
বিশাল জল রাশি
দিগন্ত জুড়ে মাঠ
পাহাড়ের আড্ডা
মেঘের ঘনঘটা
রংধনুর হাসি
জোছনার মিষ্টি আলো
শিতের কন কনে ঠান্ডা
সমুদ্রের ডেউ গুলো
চৈত্রের খর তাপ
বাদলের বৃষ্টি
মায়ের হাসি
কতই না সুন্দর।