জন্ম ভূমি, তুমি আমারে
রেখেছো তোমারি কোলে
স্নেহ মমতা আর ভালবাসা দিয়ে।
সকাল বেলায়, ভোরের হাওয়ায়
পাখির ডাকে আমার ঘুম ভেঙ্গে যায়
চেয়ে তোমার পাণে।
বিকেল বেলার, সূর্য স্নানে
সাগরের ডেউ গুলি দোলা দিয়ে যায়
প্রেমিকের মনে।
নিশি রাতে, মায়ের কোলে
ঝিঝি পোকার ডাকে ঘুম এসে যায়
দুই নয়নে।