চাঁদ সুরুজ গ্রহ তারা
আনন্দে আজ দিশা হারা
কে এলো কে এালে
কে এলো-রে মদিনায়।
দেখতে যাবি নাকি
আয়রে রবি-শশী
চরণ ধুলা নিবো
তার আদর মাখা স্নেহ মায়ায়।
নূরেরি পর্দা পরে
খোদারে সেজদা করে
আমরা ও সেজদা করবো
তারি সাথে খোদারী কাবায়।
জীন ইনসান সবাই এলো
তারি মাঝে নূর দেখিল
সই মানুষটি পেল আজি
সৃষ্টির সেরা সম্মান।।