মদিনা ,ও মদিনা
তুমি  কাকে রেখোছো তোমারি কোলে
সে শুধু উন্মতি উন্মতি বলে

দরদি
ও আমার দরদি
ডাকছো তুমি শুধু উন্মতি উন্মতি বলে

নবিজী, ও  আমার নবিজী
উন্মতি গোনাগার তোমাকে বলে
দুরুদ ও সালাম তোমায় দিবো কবে
তোমারি রওজার সামনে,
দাঁড়িয়ে।