সোনা দিয়া বান্দীয়া মন
ছেড়ে দিলাম আকাশে,
ভ্রোমর তুমি কইয়ো তারে
আমার নূতন গাছে ফুল ফুটেছে।
রুপার নূপুর পায়ে দিয়া
মনটা দিলাম বন্দুর হাতে,
বন্দুর ছেয়ে কেহ আপন
নাইরে এই দুনিয়াতে।
সিন্দুকে রাখিয় মন
রেখে দিলাম যতনে,
সাগর নদী সভাই বলে
সময় হলে তুমি পাবে তারে।
তারা দিয়া গেথে মালা
রেখে দিলাম আকাশে,
জোছনা রাতে আইসো বন্দু
বসন্তেরি বাতাসে বন্দু, বসন্তেরি বাতাসে।