তোমারি  নামের মাঝে
সকাল দুপুর সন্দা সাজে
কত রঙ্গের মানুষ আানাগোনা করে রে বন্দুয়া
কত রঙ্গের মানুষ আানাগোনা করে


খোদারি কালাম পড়ে
মনে  মনে তাজবী জপে
তোমার নামটি স্মরন করে রে বন্দুয়া
তোমার নামটি স্মরন করে


ইল্লালাহ জিকির করে
আাকাশ জমিন সবাই মিলে
তোমার নামের তাসবীহ শুধু পড়ে রে বন্দুয়া
তোমার নামের তাসবীহ শুধু পড়ে

মনের কথা তোমায় বলে
নয়ন থেকে অশ্রু ঝরে
সাগর নদী সভাই মিলে কা৺দে রে বন্দুয়া
সাগর নদী সভাই মিলে কা৺দে