তুমি যদি থাকতে আজো বেঁচে
গানেরি রং মহলে আরো কত সুর আসিতো
আরেো কত ফুল ফুটিতো,
তোমারি গানের মাঝে কত প্রেমিক যায় হারিয়ে
কত দ:খ যায় ভুলিয়ে,
তোমারি নয়ন তারা হ্রদয় হারা কত কথা যায় বলিয়ে
মনের মাঝে দেয় দুলিয়ে,
প্রেমের কবি কত ছবি যায় আঁকিয়ে
হ্রদয় মাঝে রং মাখিয়ে,
দ:খ মিয়ার গানের ফুলের পাঁপড়ি গুলি
যেন বিধাতার জ্ঞানের ফুলের প্রথম কলি।