আমি উপদেষ্টা হবো
কারণ আমার উপদেষ্টা হবার বড় স্বাদ জাগে,
যদিও আমার রক্তের মধ্যে আছে,
ঘুষ এর অনেক তথ্য
চাঁদাবাজি র অভিযোগ
দূর-নিতির প্রমান
মাতৃভূমির প্রতি অবজ্ঞা
চোরা-চালানের ব্যবসা
অবৌদ জায়গার দখল বাজি
৫-১০ টি ফ্ল্যাট মালিকানা
জায়গা দখলের মামলা
সু- দের কিছুটা গন্ধ
তবুও আমি দাবি করবো
আমি সৎ ,
কারণ, আমার বয়স
৩০ থেকে ৭০ এর মধ্যে,
তোমরা তা পাবে না,
তোমার বয়স
১৮ থেকো ২৯ এর মধ্যে
তোমাদের চরিত্রে
এই সমস্ত গুনা-বলি নাই
তাই আমার উপদেষ্টা হবার
খুব আশা জাগে।