জীবনের ছোট খাটো বাঁকে
মন তো দেওয়া যায় না,
ভূল করে যদি দেওয়া হয়
কষ্টের আর সীমা থাকে না।
কখনো দিও নাকো টোকা
মনেরি আয়নাতে,
বিশ্বাস ভেঙ্গে গেলে
সব কিছু যাবে টুটে।
পদ্ম ফুল যদি ফুটে
মনেরি আকাশে,
তারকারাজি মেলবে ডানা
সুবাস ছড়াবে শুধু বাতাসে।