দেনা তাসবীহ আমারে
ওহে মাহাম্মদ রাসুল
আমি আল্লা বলবো
আমি তারে সেজদা করবাে
আমি তােমার নামের দুরুদও পড়বো

দেনা তাসবীহ আমারে
ওহে মাহাম্মদ রাসুল

নবী রাসুল সবাই মিলে
যে তাসবীহ পড়ে গেছেন চলে
সেই তাসবীহ তুমি দাও আমারে

দেনা তাসবীহ আমারে
ওহে মাহাম্মদ রাসুল

আকাশ জমিন সবই মিলে
সমান হবে না তারি ভরে
এমন তাসবীহ তুমি দাও আমারে

দেনা তাসবীহ আমারে
ওহে মাহাম্মদ রাসুল


লা ইলাহা  ইল্লালা মােহাম্মাদুর রাসূলুল্লাহ তাসবীহ পড়ে
আমিও যাবাে তােমারি উম্মতের কাতারে
এই তাসবীহ তুমি দাও আমারে।