প্রাণে লগনে বাজনারি সূর
একি সুধা জ্বালালে মনে,
তব বেদনার বিরহেরি জ্বালা
কেন যে এত মধুর লাগে।
হিয়ার সকল কথা মনে রাখা যায় না
শুধু স্মৃতি টুকু ধরে রাখে,
মোর ললাটে লেখা আছে যাহা
তা তো হবেই হবে।
তৃষিত তৃষ্ণায় পিপাসার মন
কেন প্রেম অনলে জ্বলে মরে,
আমার ভালবাসার চিতার চিত্তে
অনল দিতে এসো তুমি নিশি রাতে।
তবু তুমি এসো আমারি মনে
ভালবাসার পুষ্প নিতে,
মোর মন মন্দিরে
ক্ষনিকে জন্য প্রদীপ দিও জ্বেলে।