আকাশকে এত সুন্দর করে তুমি সাজিয়েছো
কার জন্য, বলো কার জন্য
যে আল্লাহর কথা চিন্তা করে
তার জন্য, শুধু তার জন্য।
পৃথিবীকে এক সুন্দর করে ফুলে-ফলে সাজিয়েছো
কার জন্য, বলো কার জন্য
যে আল্লাহ কে সেজদা করবে
তার জন্য, শুধু তার জন্য।
মাখলুকাত কে এত সুন্দর করে বানিয়েছো
কার জন্য, বলো কার জন্য
যে আল্লাহর হুকুম মেনে চলবে
তার জন্য, শুধু তার জন্য।
সমুদ্রকে এত সুন্দর করে প্রবাহমা করেছো
কার জন্য, বলো কার জন্য
যে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে
তার জন্য, শুধু তার জন্য।
হযরত মোহাম্ম (সঃ) কে তুমি পৃথিবীতে পাঠিয়েছো
কার জন্য, বলো কার জন্য
যে মাখলুকাত আল্লাহর রহমত চাইবে
তার জন্য, শুধু তার জন্য।
কোরআন কে তুমি নাজিল করেছো
কার জন্য, বলো কার জন্য
যে আল্লাহকে ভয় করবে
তার জন্য, শুধু তার জন্য।