ফুটবে ফুল আসবে কলি
সাজালে আকাশ,
সুবাসিত করলে বাতাস
সুশোভিত করলে ভুবন কে,
দীপ্তিমান করলে আকাশ
স্নান করালে রজনীকে,
চন্দ্রিমার হাসিতে
হাসালে রজ নিকে,
প্রবহমান করলে
সাগর নদী
মনি মুক্তা ফুলে ফলে
বাস যোগ্য করলে তুমি,
তবুও
অধম আমি
তোমাকে সেজদা দিতে
অলসতা করি।