সব স্মৃতি ভূলে যাওয়া যায়
বাবার স্মৃতি
কখনো ভূলে যাওয়া যায়না,
কত কথা শুনতে পাই
বাবার কথা
এখন আর শুনতে পাই না।
ড্রয়িং রুমে চায়ের টেবিলে
বাবার সাথে টিভি দেখার স্মৃতি
কখনো ভূলা যায় না।
জন্মদিনে বন্দুদের আড্ডায়
বাবার মিষ্টি হাসি
এখন আর দেখা যায় না।
সকাল বেলায় ডাইনিং টেবিলে
বাবার নাস্তার প্লেট
এখন আর দেখা যায় না।
ঈদের আনন্দের খুশির দিনে
Familer Grathring -এ
বাবাকে এখন আর দেখ যায় না।