সকল সুরের সেরা
ললিত সুর
কেন বাঁধিলে আমার কণ্ঠে।
ওগো সুরেরি রাগিনী
বিনীত বাঁধিনী
মোর ললাটে দিলে তব উপহার।
মোর চিত্তের সকল কথা
বেদনারি বেকুলতা
বিকশিত হয় যেন প্রাণে।
তব তোমারি স্মৃতি পটে
শিক্ত হয়ে থাকুক
আমারি মনের সকল বেদনা।
সকল বিষন্ন আর ব্যাকুলতার
যেন অবসান হয়
এ আমার অন্তরের সাধনা।