চাঁদেরি কোলে
তারারি দোলে
কি দোলা তুমি দোলালে আমারে,
আমি চেয়ে থাকি
হেলিয়া দুলিয়া নয়ন ও ভরিয়া
তব তোমারি পাণে।
এ মনেরি মাঝে
প্রেমময়ী লাবনী সাজে
কেমন সুন্দর দেখিয়ে ছিলো তোমারে,
এমন প্রেমের ছোঁয়ায়
সন্ধা প্রদীপ জেন জ্বলে আমারি মনে
যখন তুমি আসবে আমারি অন্তরে।