টেকনাফ থেকে তেতুলিয়া বন্দি পাখি
শিকল পরে নিত্য করে দিবা রাতি
পাখি খাঁচার বাঁধন খুলতে পারে না
পাখি নাকি নাচতে জানে না
ও ভাই পাখি নাকি নাচতে জানে না।

তোরা সভাই হেঁচকা টানে
বাঁধন টাকে দে খুলিয়ে
কারার ঐ লৌহ কপাট
আজ খুলে যাবে রে।

ধরনী আজ বড় মাতাল
তোরা চার খলিফা এক সাথে চল,
সূর্য্যটা আজ নতুন করে
আলো দিবে রে।

ছত্র জনতার শক্তি থেকে
স্বাধীনতার গন্ধ পেয়ে,
মনটা আজ খুব
ভালো লাগে রে।