একটুু খানি লবন দিয়ে
দু-মুঠো ভাত মেখে খেলে
ভালবাসাার মায়া কমে না,
মাঝি দেখ
ভাালবাসার গাঙ্গে জােয়ার আইছে কিনা ।
লাল সবুজের মাস্তুলে
উথাল পাতাল ডেউয়ে
প্রেমের নেশা কাটে না,
মাঝি দেখ
ভাালবাসার গাঙ্গে জােয়ার আইছে কিনা ।
আমারি প্রেম রথে
দুঃখ কষ্টের প্র্র্রবল স্রোতে
ভালবাসাার মায়া কমে না,
মাঝি দেখ
ভাালবাসার গাঙ্গে জােয়ার আইছে কিনা ।