কি দিয়ে সাঁজাবো তোমায় পাইনা খুঁজে কূল
পদ্ম ফুলের রাতুল আভা-ত্রস্ত্রপায়ে রক্তজবা
হাস্নাহেনার সকল সুবাস তোমাতে মশগুল
কি দিয়ে সাজাবো তোমায় পাইনা খুঁজে কূল।
প্রজাপ্রতির ডানায় চড়ে গোলাপ বনের ফুল
তোমার তনু আব্রু রাখে-সকল সুবাস অঙ্গে মাখে
খোঁপায় বকুল ফুল,
কি দিয়ে সাঁজাবো তোমায় পাইনা খুঁজে কূল।
আকাশ বাড়ির নীল শাড়ি, চাঁদের বাড়ির পাড়
সূর্য্যি মামা হাজার তারায় চমক দিল তার
কৃত্তিকা'যে ছোয়া দিতে করলোনা'তো ভুল
কি দিয়ে সাঁজাবো তোমায় পাইনা খুঁজে কূল।
তোমার অধর করতে রঙীন পারস দেশের গুল
দাঁড়াও প্রিয়ে, আলতো করে শুয়ে থাকো;
হইয়ো'না উন্মূল,
কি দিয়ে সাঁজাবো তোমায় পাইনা খুঁজে কূল।
তুমিতো নিজেই রঙীন, রঙের সমাহার
তোমায় আবার করবে রঙীন সাধ্য আছে কার!
রামধনু তো জড়িয়ে আছে তোমার তনু মন
যৌবন তরঙ্গ ছুটে চলছে অনুক্ষণ,
কি হলো? আসো হৃদয়ের ঘরে,
ছড়িয়ে তোমার মেঘবরণ চুল
কি দিয়ে সাঁজাবো তোমায় পাইনা খুঁজে কূল