ফের যদি আসি তোর দেশে খুব ভালবেসে
এক বুক ভালবাসা দিতে উপহার, তুই নিবি কাছে এসে?
আমি'তো তোর ই আছি ভেতর বাহির সব
এতো জ্বালা করে তবু নেই কলরব।
তোর দু'টি চোখ যেন দীঘির কালো জল
ডুবে মরে আছি কবে গভীর অতল।
প্রজাপতি ফুলে ফুলে কড়ে বিচরণ
তোর কাছে বারে বারে ছুটে যায় মন।
বল না, কি করে ধরে রাখি তোরে,কি করে বল?
পাহাড়ের গাঁ ঘেসে মেঘ উড়ে যায়,যাবি সেথা, চল।
চল না, দুজনে বাঁধি ছোটো কুড়ে ঘর
এইতো বাড়িয়েছি হাত, প্রেম ডোরে ধর।
ফের যদি আসি তোর দেশে শুধু তোকে ভালবেসে
যাবি মোর সাথে? যাবি সব ফেলে শেষে?
মাটির দেউলে ছোট্টো নীড় মিলে মিশে বাঁধি
চল না, বাকি দিন দু'জনাতে হাসি-খেলি-কাঁদি!
কুড়ে ঘরে শুয়ে দেখি তারার মেলা
লুকোচুরি করে যাব সারা বেলা।
একখানা রুটি খাবো করে দু'টি ভাগ
দেউলে বসে রবো হলে তুই রাগ।
বৃষ্টিতে ভিজে ভিজে কাঁদা মাখামাখি
একবার ধর হাত, দেখ না কোথা তোরে রাখি।।