আজ অফিস থেকে বাসায় ফিরতে বেশ কষ্ট হল
কেন, খুব জ্যাম ছিল ? বা কোনো কর্মসূচি?
না..রে আজ আমি শূণ্য দিয়ে হেটে এসেছি
সেকিরে ! তুই কি আলাদ্দিনের চেরাগ পেয়েছিস ?
না রে আমি আগ্নয়গিরি পেয়েছি!!
আচ্ছা তোর আজ হয়েছে কি বলবি?
কিছুই হয়নি,
পানির ট্যাঙ্ক খালি করে সব পানি গায়ে ঢেলেছি
সারা গায়ে আগ্নেয়লাভা লেগে আছে
কি সব আঠাল ছাই ভষ্ম কিছুতেই ছাড়ছেনা
পৃথিবীর সব জল আমার গায়ে ঢেলে দিব।
হিমালয়ের সব বরফ ধারন করবো আমার শরিরে।
আচ্ছা কি হয়েছে বলবি তো....
কিছু হয়নি মহাকাল কিছু হয়নি।
আজ আমি চোখের জলের সাথে
সাগরের জল মেলাতে গিয়েছিলাম ওই সমূদ্রে
ব্যর্থ সব ব্যর্থ !
কুয়াশাকে অথৈ সমূদ্র ভেবে জীবনের নোঙর ফেলেছি ,
অদ্ভুত স্বপ্নের ঘাটে।
আমার গা জ্বালা করছে, খুব জ্বালা করছে !
আমায় সমস্ত তুষার এনে দে
প্রাগৈতিহাসিকতার কাছে মানুষ-পশু সমান এখানে!!
মহাকাল তুই আমাকে পৃথিবীর উত্তর গোলার্ধে রেখে আস।
জ্বলে গেল মহাকাল, আমার পিত্তি জ্বলে গেল!
পৃথিবীর সকল জ্বালা আমার উপর ভর করেছে।
আমি ভিসুভিয়াষে অন্তরিণ হবো।
আমি লীন হবো জ্বালা মুখের।