আমি জানি বন্ধু জানি তুমি আমার কভূ নও
নীরব ভালবেসে যাব যত দূরেই রও।
ভাল লাগে তাইতো ভালবাসি, চাইনা কিছু আর
তোমার আমি হয়েই আছি যতই করো বার।
চাতক শুধু পান করে যায় মেঘের দেশের জল
এমন পীড়িত মেঘের সাথে ভোলেনা এক পল।
আমি জানি বন্ধু জানি তুমি কোন বাগিচার ফুল
লক্ষ কোটি ফুলের মাঝে হয়না পেতে ভুল।
আশার প্রদীপ জ্বালিয়ে মনে রই যে প্রতি ক্ষণ
তোমার বাড়ি পড়ে থাকে আমার অবুঝ মন।
গিরির সাথে মেঘের বুকে হয় গো আলিঙ্গন।
জানি তুমি অন্য কারোর তবু ছুটে চলে মন।
আমি জানি বন্ধু জানি তুমি কোন সে ঘাটের নেয়ে
উজান গাঙের পানসী নিয়ে যাওগো তুমি বেয়ে।
আমি তোমার পালের হাওয়া হয়ে থাকবো সারাক্ষণ
যত দূরে যাওগো তুমি, তোমার প্রতি পড়ে থাকে মন।
নৌকো কেনো জলে ভাসে বলো আমায় বলো?
আমি জানি বন্ধু জানি, তুমি কোন নদীতে চলো।