সে এক অন্তঃসারশূন্য বিরাট কথা,
জীবনকে মেপেছিলাম জীবনের বাটখাড়াতে
কিন্তু কুলোয়নি কানায় কানায়।
আমার দূরদর্শী বিবেচনার অতীত ছিল বাস্তবতা।
ফুলের মধ্যেই রক্ষিত ছিল আমার মৃত্যূর বিষ মাখানো ছুড়ি।
আজ আমার মৃত্যূ বার্ষিকী !!!
সত্যি বলছি -- আজ আমার মৃত্যূ বার্ষিকী!!!
স্মৃতি যতটুকু আবছায়া দেয় উকি আমি তোমাদের করি বর্ণনা।
আরদালির কাজ অসমাপ্ত করে রওনা হলাম বিধ্বংশি বৃষ্টির অভিমুখে,
পুটুলিতে বেঁধেছিলাম যা ছিল স্নেহজল।
তরঙ্গ তরবারি উচিয়ে সতর্ক করেছিল সীমানায় না আঁকি পদচিহ্ন।
আমার উত্তপ্ত রুধীর পরোয়ানা না করে নাকারার!!!
আমার অন্তর যেথা উদযাপনের দ্বারপ্রান্তে আমি যাবই সেথা।
একগুচ্ছ রক্তিম ফুল বুকে আগলে ধরে আমি ঝঞ্জার অভিমুখে!
জীবনকে বাজী রাখি জীবনেরই দামে,
আমি পারিনি বিশ্বাসঘাত বিষছুড়ির হাত থেকে নিজেকে রক্ষা করতে।
আমার প্রেমের মূল্যে কেনা ফুলের মধ্যেই জাগ্রত ছিল আমার মৃত্যূর পরোয়ানা,
সমস্ত রক্তের নহর মিছিলে সামিল আমার মৃত্যূ নিয়ে,
আজ আমার মৃত্যূ বর্ষিকী ---
সত্যিকারের মৃত্যূবার্ষিকী!!!