মাওলার দিদার পাইতে গেলাম মসজিদে
মসজিদ বলে, মাওলা খোঁজ এই ঘরে?
ভগবানের খোঁজে গেলাম মন্দিরে
মন্দির বলে, বেয়াকুব তুইতো বড় অন্ধরে!
ঈশ্বরের খোঁজে গেলাম প্যাগুডাতে
প্যাগুডায় বলে, ধ্যানে মাওলা তোমার ক্বালবেতে
গডের খোঁজে গেলাম দালান গির্জাতে
গীর্জা বলে, মাওলা নাই ইট পাথরেতে
মোল্লারে বললাম মাওলা আছে কোন খানে?
মোল্লা দেখায় মাওলা নাকি আসমানে!
মনের ঘরে ডুবে দেখি মাওলা থাকে বারাম খানায়
অধম সুজন চিনলাম না কোনটা বারাম খানা!
মুর্শিদ ধরে চিনলাম মাওলার আসল ঠিকানা