জোছনার ঘাটে প্রেমতরী বেঁধে, তোমার পথে চেয়ে
নৌকার গলুইয়ে আছি বসে, ফুল বিছানা বিছিয়ে
তুমি আসলেই পূর্ণতা পাবে, আসমানের ওই চাঁদ
জোছনার তরী ভাসিয়ে করবো, আমার প্রেমের আবাদ
এমন জোছনায় তোমায় পেতে, এত্তো আয়োজন
বৈঠা ফেলে ভেসে বেড়াতে, আজ তোমায় প্রয়োজন
তোমার সাধনায় কবি হয়েছি, তা কি তুমি জানো নাহ?
আমার কবিতায় বিরহ শুনেও, মিলনে আসবে না?
রাত ০৯.৩৭
০৭ জুলাই ২০২২
বরিশাল।