মেঘডাকা বর্ষায় ভিজে গেলো, প্রথম বৃষ্টি সন্ধ্যে
আধো আলোয় তোমার মুখে, ঝরে পরা জল ছন্দে
আর কানে গুঁজে নেওয়া, চঞ্চলা বনফুলের গন্ধে
শীতকাল কেটে যায়, বৃষ্টিভেজা অনন্যা প্রেমানন্দে
অষ্টাদশীর ভেজা শরীরে, ওঠেছে আজ হাড়কাঁপুনি
তবুও অপ্সরার রূপে জ্বলছে, মেঘলা রজনী
অমাবস্যার আঁধার ভেদিয়া, উঠেছে চন্দ্রতাঁরা
আজ জোঁছনামাখা চা খেয়ে, হবে দিশেহারা?
রাত ০৩.৪৬
১৭ নভেম্বর ২০২৩
বরিশাল, বাংলাদেশ।