জোছনা রাতে নৌকার গলুইয়ে টুপটাপ বৃষ্টি পড়ছে
শরতের সাদা শাপলার পাপড়িতে জমেছে বৃষ্টির জলকণা।
বৃষ্টিভেজা শিউলি ফুলের অতুলনীয় সৌন্দর্যের মাঝে
তোমার হাসি দেখে ফের হয়েছি আনমনা।
'প্রেম' নামের স্বর্গীয় অনুভূতিতে অধিক আলো ছড়াতে
বরষার সঙ্গে আকাশের নক্ষত্রেরাও আজ ঝড়ে পড়ছে নদীতে।
কামিনী, মালতী-মল্লিকারা হয়েছে ফুলেল মালা
তোমার জন্য ঋতুরানীর এমন আয়োজনে বেড়েছে প্রেমজ্বালা।
জলজোছনার অদ্ভুত আলো পড়েছে তোমার এলো চুলে
বৈঠা ফেলে তুমি-আমি ভেসে বেড়াচ্ছি নিরুদ্দেশ পাল তুলে।
আমাদের প্রেমের হাওয়া নদী-সমুদ্র পেরিয়ে পৌঁছেছে ভিনগ্রহে
এলিয়েনরা মেতেছে অনুন্নত পৃথিবীর প্রেমের মোহে।
রচনাকাল-
রাত ১০.৪৫
১৭ আগস্ট ২০২১
জীবনানন্দের শহর।