অনুরাগে গাল ফুলিয়েছে আমার সোনা বউ
লাল গালেতে রাগ থাকেনা, আছে প্রেমের 'ঢেউ'
উথাল-পাতাল 'ঢেউ' খেলে যায় 'নদীর' শরীরে
বাতাস হয়ে 'ঢেউ' ছুঁয়ে দেই, ফের আবিরে।

ঢেউ-বাতাসের মনের মিলন, হয় যে প্রতিক্ষণ
তবুও কাজলা চোখ ছুঁয়ে দিতে, আনচান করে মন।
আবছা আলোয় নদীর জলে, লাগবে তোমায় বেশ
অপলক থাকবো চেয়ে, ভিজলে তোমার কেশ।

জলে ভাসা ফুলে গেঁথেছি মালা, তোমায় পরাবো বলে
নিজ হাতে রাঙাবে পা, গ্রামের আলতা জলে।
হরেক টিপের পাতা জমিয়েছি, তোমায় সাজাতে
চোখে চোখ রেখে জনম কাটাবো, এসো তরীতে।

রাত ০৪.৩৭
৩০ মার্চ ২০২২
বরিশাল।