এতো অল্পে কেন বিমুখ হলে সখি
আঁখিপাতে আনলে জল
কেন দেখোনি চেয়ে এতো যে ফুলে ফুলে
ভরেছি তোমার আঁচল।।
দুইটি কথা যদি অভিমানে বলি গো
সেও কি অপরাধ ঘোর
কত মধুরতায় দিন রজনী হায়
সাজাই কথার বাসর
সেসব কি তোমার প্রাণের পরে বঁধু
দেয়নি সুখে দোল।।
যদি ভুল করে কভু ভুল করে ফেলি
সেকি পারো না ভুলে যেতে
পারোনা কি সোহাগে অসীম অনুরাগে
আমারে কাছে টেনে নিতে
কী সুখ হবে সখি প্রেমবীণায় যদি
তুলি গো বিরহের বোল।।
২৬/১/২৪ ইং, মোহাম্মদপুর, ঢাকা।