ওগো তুমি মহাপ্রাণ মোর বিষাদহরনী
চিরসুখো-জাগানীয়া
আপন মহিমালোকে উদ্ভাসিতা রমনী
প্রাণ প্রিয় দরদিয়া
কী ব'লে তোমায় ওগো জানাবো অভিবাদন
ওহে আনন্দময়ী
চির ভাস্বর থাকো -এই মোর নিবেদন,
শুদ্ধ-জ্যোতির্ময়ী।
১৮/১২/২৩ ইং, মোহাম্মদপুর, ঢাকা