ভালো থেকো হে রাজলক্ষ্মী,
ভালো থেকো মিষ্টি মেয়ে।
ভালো থেকো ক্ষমার গুণে
ভালো থেকো ভালোবেসে।
ভালো থেকো শুদ্ধ প্রেমে-
ভালো থেকো সঠিক বুঝে।
ভালো থেকো প্রার্থনাতে ;
ভালো থেকো কাজের মাঝে।
ভালো থেকো গানের সুরে
ভালো থেকো বইয়ের পাতায়
ভালো থেকো পাখির ডাকে
ভালো থেকো আলোর আশায়।
ভালো থেকো আপন আলোয়
ভালো থেকো পরের সুখে-
ভালো থেকো মিষ্টি হেসে
আপনজনের শীতল বুকে।