মাথার চুলে পাক ধরিবে
মুখের দন্ত নড়ে যাবে
চোখের জ্যোতি কমে যাবে
হাতে নেবে তখন লাঠি।।
ভাববে বসে একা মনে
কি দিয়েছ এ জীবনে
কি পেয়েছ প্রতিদানে
হিসেবে কি রইল ফাঁকি।।
গোঁজামিলে জীবন গেল
অসময় যার রাত পোহাল
দিনে জ্বালে মোমের আলো
সে কি বোঝে নকল খাঁটি।।
ছল চাতুরি মিছে কথা
কত হলো বাতুলতা
মনে কত জটিলতা
খোঁজো তারি খুঁটিনাটি।।
অবুঝ মনে বাঁধ মানে না
লাভের খেলায় হার মানে না
বাকির লোভে পথ চাহে না
নগদ যা পায় ধরে আঁটি।।
ভাবনা কিছু করো আগে
প্রাণে যদি দাগা লাগে
যায় কি গো তা মরার আগে
যতো করো পরিপাটি।।
সত্য মিথ্যা টানাটানি
আপনা আপনি হানাহানি
চতুর্দিকে কানাকানি
মরলে সবি হবে মাটি।।