(আমার) দিন চলে যায় রাত কেটে যায়
আজব ভাবনায় ডুবে থেকে।
(আমি) কীসের আশায় গোপন ভাষায়
কারে ডাকি থেকে থেকে!
(আহা) উদাস চোখে পথের বাঁকে
চেয়ে থাকি কার আশাতে!
(হায়রে!) প্রাণ যে বুকে মরে ধুঁকে
কীসের তরে কোন তৃষাতে!
(ওরে) বাড়ে বেলা নীরদ ভেলা
আসে ভেসে মন আকাশে;
(আমার) কর্ম ভোলা সারাবেলা
বিবশ দেহে কাটে বসে।