তোরা ভেবে করবি কি তা বল
পিঁপড়ে যদি বা সাঁতার কাটে
হাতি জলের তল
তোরা ভেবে করবি কি তা বল!

বানর করে লম্ফঝম্প
বাঘ দেখে তাই থরকম্প
শেয়াল ব্যাটা লেজ কেটে তার
করছে ভারী দল
তোরা ভেবে করবি কি তা বল!

গাঁধার ইচ্ছা- গাছে চড়ে
জিরাফের মুখ পাতাল ঘরে
সিংহ রাজা ছাগল নিয়ে
করছে ঘোলা জল
তোরা ভেবে করবি কি তা বল!