টোকাই ছেলে আউলা চুলে
বস্তা কাঁধে কাগজ কুড়ায়
ছেঁড়া জামা ময়লা মাখা
বয়স হবে তার আট কি নয়!
বাবার নামটি শুনেছে সে
দেখা কভু হয়নি তারে
মা ভুগছে হায় কঠিন রোগে
সে এই মরে কি সেই মরে!
কোনোদিন তার খাবার জোটে
কোনোদিন বা জোটে না'ক
ক্ষুধার পেটে পাথর বাঁধা
মুখে হাসি ফোটে না'ক।
ঠিকানাহীন ঘর আছে তার
বাঁধের ধারে সেতুর তলে
বান আসে না তবু সে ঘর
রোজ ভেসে যায় নোনা জলে।
২১/৩/২৪ ইং, মো.পুর,ঢাকা।